আমাদের সম্পর্কে
২০১৬ সালের জুলাই মাসে একঝাঁক তরুণ কবি ও লেখকের প্রচেষ্টায় গঠিত হয় ‘সাহিত্য দরবার’। এর উদ্দেশ্য ছিল সাহিত্যের সৌন্দর্যবর্ধনের জন্য কাজ করা। স্বল্প পরিসরে নিজেদের লেখার মানোন্নয়নের জন্য লেখা নিয়ে সবিস্তার আলাপ-আলোচনার মধ্যে দিয়ে লেখার সমস্যা ও সম্ভাবনাসমূহ চিহ্নিত করে লেখাকে আরও পরিশীলিতভাবে উপস্থাপন করা। অনলাইন কেন্দ্রিক এসব আয়োজনে দেশের খ্যাতিমান লেখকদের অতিথি হিসেবে এনে দরবারের লেখকদের লেখা ও পরিচিতি তুলে ধরার কাজ চলমান। ক্রমান্বয়ে খ্যাতিমান লেখকদের সম্মান জানিয়ে তাদের জন্মদিনসহ গুরুত্বপূর্ণ দিবসসমূহ উদযাপন করে আসছে সাহিত্য দরবার। সেই ধারাবাহিকতায় সাহিত্যের মানসম্পন্ন লেখা নিয়ে অনলাইন সাহিত্য পোর্টাল www.sahityodarbar.com প্রকাশের সিদ্ধান্ত নেয়া হলো। সেইসাথে মানসম্মত বইয়ের প্রকাশে “সাহিত্য দরবার প্রকাশন” যাত্রা শুরু করলো। সকলের ঐকান্তিক সহযোগিতা একান্তভাবে কামনা করছি। আমাদের এ পথচলায় আপনাদের যেকোনো পরামর্শ সাদরে গ্রহণ করা হবে।