নিয়তির করাল গ্রাস,ভাগ্যের চৌকাঠ মাড়িয়ে
নিরন্তর পথচলা যায়, বেঁচে থাকা যায় না।
মৃত্যুলোক হতে আনা নিরানব্বই টা নীল পদ্মের
চুপসে যাওয়া ডালপাতায় আঁকি ভাগ্যের বিচ্ছিন্ন রেখাপথ।
জীবন্ত অন্ধকারে প্রায়শই মরে যাওয়া নিজ পাপাত্মার গন্ধ নেই, বারংবার;
জলন্ত মমের সুতোয় বেঁধেছি জীবন
দুরন্ত ষাড়ের মত ছুটেছি, দারিদ্র্যের হিম শিকল পড়া পায়
উইপোকার বাসা বানানো এদেহের খোলস ছড়িয়েছি সভ্যতার জীর্ণ গুহায়
জীবন যেন ধূপের ধোয়ায়।
অতঃপর;
মেঘ হওয়ার ইচ্ছা রাখি!
ভারি বর্ষণে বুকের ভিতর জ্বলা অশান্ত আগুন অন্তত শান্ত থাকবে।