জীবন আঁধারে কেটেছে অনন্ত বছর
নিত্য পেয়েছি যে দিগন্ত ছোঁয়া কহোর।
জেনেছি, বেঁচে থাকে পিপীলিকা যেমন
আলোর কোলাহলে পথচলাতে নিষিদ্ধ শহর।
আমি আমাকে ভেঙেছি যত; গড়েছি ততবার
দুর্গামূর্তির মত নিমজ্জিত হয়েছি হেলেনের গহীন যৌবনা সোপানে—
অষ্টধাতুর খোলসে তাবিজ ভরে
বাহুতে, কোমরে, গলায় ঝুলিয়ে রেখিছি বহুকাল
চঞ্চল চপলা উদ্বিগ্ন মন করতে পরিনি বস।
কত মসজিদ, মন্দির, গির্জায় গিয়েছি প্রভু
নামাজ রোজা সব করেছি চিন্তায় সকল কর্ম
তবে কি? মন আমার হবে না কভু;
আমার পাপ পূর্ণ তোমার হাতে পূর্বেই ছিলো লেখা
তবে কেন? মিছে এই জান্নাত জাহান্নাম স্বর্গ নরক খেলা
একদিন নিভে যাবে জীবনের সব আলোর কোলাহল।