মে ২৬, ২০২৪/
No Comments
পৌষ মাস প্রায় শেষ হতে চলেছে। চারিদিকে কনকনে শীত ও ঘন কুয়াশাচ্ছন্ন। সবেমাত্র প্রাথমিক শিক্ষা সমাপ্ত করে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি হয়েছি। ভর্তির রোল নম্বরটা বেজোড় সংখ্যা হওয়ায় ক-শাখাতে মনোনীত হই। মাত্র দু-একজন বাদে ক-শাখার প্রায় সকল বন্ধুই ছিল নতুন এবং বিভিন্ন স্কুল থেকে আসা। শ্রেণিতে প্রথম দিনই নামের পাশে দুষ্টু শব্দটা পাকা পোক্ত…