
জীবন আঁধারে কেটেছে অনন্ত বছর নিত্য পেয়েছি যে দিগন্ত ছোঁয়া কহোর। জেনেছি, বেঁচে থাকে পিপীলিকা যেমন আলোর কোলাহলে পথচলাতে নিষিদ্ধ শহর। আমি আমাকে ভেঙেছি যত; গড়েছি ততবার দুর্গামূর্তির মত নিমজ্জিত হয়েছি হেলেনের গহীন যৌবনা সোপানে— অষ্টধাতুর খোলসে তাবিজ ভরে বাহুতে, কোমরে, গলায় ঝুলিয়ে রেখিছি বহুকাল চঞ্চল চপলা উদ্বিগ্ন মন করতে পরিনি বস। কত…