
আগস্ট মানে দেশ বাঁচানো আগস্ট গণমুক্তির আগস্ট হলো জিঞ্জির ভাঙা সব গোলামী চুক্তির আগস্ট বলে চিনে রাখুন দেশ বিরোধী শালারে বন্ধু রূপের শত্রুরা সব কোঁচড় তুলে পালারে আগস্ট মানে স্বৈরাচারীর প্রাণ বাঁচানো পালিয়ে মহিমান্বিত আগস্ট রাখো বুকের মাঝে জ্বালিয়ে।
আগস্ট মানে দেশ বাঁচানো আগস্ট গণমুক্তির আগস্ট হলো জিঞ্জির ভাঙা সব গোলামী চুক্তির আগস্ট বলে চিনে রাখুন দেশ বিরোধী শালারে বন্ধু রূপের শত্রুরা সব কোঁচড় তুলে পালারে আগস্ট মানে স্বৈরাচারীর প্রাণ বাঁচানো পালিয়ে মহিমান্বিত আগস্ট রাখো বুকের মাঝে জ্বালিয়ে।
জীবন আঁধারে কেটেছে অনন্ত বছর নিত্য পেয়েছি যে দিগন্ত ছোঁয়া কহোর। জেনেছি, বেঁচে থাকে পিপীলিকা যেমন আলোর কোলাহলে পথচলাতে নিষিদ্ধ শহর। আমি আমাকে ভেঙেছি যত; গড়েছি ততবার দুর্গামূর্তির মত নিমজ্জিত হয়েছি হেলেনের গহীন যৌবনা সোপানে— অষ্টধাতুর খোলসে তাবিজ ভরে বাহুতে, কোমরে, গলায় ঝুলিয়ে রেখিছি বহুকাল চঞ্চল চপলা উদ্বিগ্ন মন করতে পরিনি বস। কত…
দেখো আমরা পেরিয়ে এসেছি তিনটি মানুষ-কাল ফুলের কোরক, বিকশিত দল পেরিয়ে এসেছি ফল ও ফসল সবুজ প্রান্তর। তোমার খুকিকালে বাঁধা কাল্পনিক স্বপ্নের সংসার মাথায় গামছা বেঁধে আমিও এক গেরস্ত বালক বিভিন্ন সদাইপাতি, ইঁদুরের গর্তের মিহিমাটির চিকন চাল কচুরিপানার ডাঁটার মোরগ, ইলশেগাছের ইলশে মাছ, এটা সেটা আরও কতো কী কলাপাতার ছাউনী দেয়া ঘরটা সারাই…
সহসাই ধারালো শব্দের অর্থময় গুনগুন ঘুমেই কে যেন জিজ্ঞাসিল “নিজকে জানার তরসা আছে?” বছরপাঁচেক আগেই জানার দম্ভ— আনমনে কেটে গেছে তরবারি বৃথা আস্ফালনের বেবাকই ছদ্মবেশ— কাঁটাবন সয়ে ধরাধামে গ্রন্থে-পান্থে যা পেয়েছি, তা-ই দেবো অদৃষ্ট চরণে। মানুষজনের ক্ষোভ তিরস্কার পরোয়া করিনি ক্ষণিকের চমক পারেনি ছুঁয়ে যেতে এই দীর্ঘ সত্য জানি— ভূমিমূলে সুর…
নিয়তির করাল গ্রাস,ভাগ্যের চৌকাঠ মাড়িয়ে নিরন্তর পথচলা যায়, বেঁচে থাকা যায় না। মৃত্যুলোক হতে আনা নিরানব্বই টা নীল পদ্মের চুপসে যাওয়া ডালপাতায় আঁকি ভাগ্যের বিচ্ছিন্ন রেখাপথ। জীবন্ত অন্ধকারে প্রায়শই মরে যাওয়া নিজ পাপাত্মার গন্ধ নেই, বারংবার; জলন্ত মমের সুতোয় বেঁধেছি জীবন দুরন্ত ষাড়ের মত ছুটেছি, দারিদ্র্যের হিম শিকল পড়া পায় উইপোকার বাসা বানানো…
পৌষ মাস প্রায় শেষ হতে চলেছে। চারিদিকে কনকনে শীত ও ঘন কুয়াশাচ্ছন্ন। সবেমাত্র প্রাথমিক শিক্ষা সমাপ্ত করে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি হয়েছি। ভর্তির রোল নম্বরটা বেজোড় সংখ্যা হওয়ায় ক-শাখাতে মনোনীত হই। মাত্র দু-একজন বাদে ক-শাখার প্রায় সকল বন্ধুই ছিল নতুন এবং বিভিন্ন স্কুল থেকে আসা। শ্রেণিতে প্রথম দিনই নামের পাশে দুষ্টু শব্দটা পাকা পোক্ত…
Did shy say mention enabled through elderly improve. As at so believe account evening behaved hearted is. House is tiled we aware. It ye greatest removing concerns an overcame appetite. Manner result square father boy behind its his. Their above spoke match ye mr right oh as first. Be my depending to believing…
Did shy say mention enabled through elderly improve. As at so believe account evening behaved hearted is. House is tiled we aware. It ye greatest removing concerns an overcame appetite. Manner result square father boy behind its his. Their above spoke match ye mr right oh as first. Be my depending to believing…
Copyright © Sahityo Darbar
Built with care by Pixel Suggest